জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সাহিত্য ও সংস্কৃতির পথে ঐক্যতানে জিগীষা

আমরা বিশ্বাস করি—শব্দ, সুর ও মননের মধ্যেই জেগে ওঠে একটি সচেতন সমাজ

নোটিশ বোর্ড

নোটিশ ১ঃ জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ওয়েবসাইট প্রকাশ

🗓️ নোটিশ

বিষয়ঃ জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ওয়েবসাইট প্রকাশ

আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে,
জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ–এর নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী ১লা জুন ২০২৫, শনিবার, সকাল ১১:০০ টা থেকে।

নতুন ওয়েবসাইটে থাকবে—

📚 সাহিত্য রচনা (কবিতা, গল্প, প্রবন্ধ)
🎭 সাংস্কৃতিক কার্যক্রমের ভিডিও ও ছবি
📄 ডিজিটাল স্মরণিকা ও প্রকাশনা
👥 সদস্যপদ আবেদন ও তথ্য হালনাগাদ
🎫 অনুষ্ঠান নিবন্ধন ও অংশগ্রহণ ফর্ম
💬 মতামত ও পাঠকের কণ্ঠ
📌 নোটিশ বোর্ড এবং আরও অনেক কিছু।

🔗 ওয়েবসাইট লিংক: www.jigishabd.com

সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সাহিত্যপ্রেমীদের ওয়েবসাইটটি পরিদর্শনের বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
আপনার মতামত ও সক্রিয় অংশগ্রহণেই “জিগীষা” হয়ে উঠবে এক যুগোপযোগী সাহিত্য আন্দোলনের নাম।


নিবেদনে,
পরিচালনা পরিষদ
জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ
📞 ০১৮২২২৭৯১৪৪ | ✉️ info@jigishabd.com

There are currently no events.